Gaibandha Govt. Girls' High School SCMS

জেলা প্রশাসক মহোদয়ের বার্তা

বর্তমান সরকারের দিন বদলের সনদ রূপকল্প ২০২১ এর মূলমন্ত্র ‘ডিজিটাল বাংলাদেশ’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে  রূপ দেওয়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম হলো ‘ডিজিটাল বাংলাদেশ’। 

জাতির পিতার সোনার বাংলা গঠনের নিমিত্ত বর্তমান সরকারের বিশেষ অঙ্গীকার ‘‘আমার গ্রাম-আমার শহর’’ ও ‘‘তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি’’ এর মাধ্যমে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ এবং যুব সমাজকে মূল্যবান সম্পদে রুপান্তর করে একটি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সরকার বদ্ধপরিকর।  একটি উন্নতদেশ, সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রূপান্তরিত উৎপাদন ব্যবস্থা, নতুন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্নই দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ মূলত জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম সোপান। এই ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম জনগণের দারগোড়ায় সেবা পোঁছানো নিশ্চিত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিভিন্ন ডিজিটাল উদ্যোগ সমন্বয় করেছেন।  

মাঠ প্রশাসনের  নিউক্লিয়াস হলো জেলা প্রশাসকের কার্যালয়। জেলা পর্যায়ে সরকার সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের পাশাপাশি দেশের সকল জনসাধারণের  আকাঙ্ক্ষাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরম্নত্বপূর্ণ। এই সত্যকে সামনে রেখে জেলার সকল কার্যক্রম সমন্বয় সাধনের সুবিধার্থে এবং জনগণের সাথে জেলা প্রশাসনের সম্পর্ক আরও নিবিড় করতে গড়ে তোলা হয়েছে সমৃদ্ধশালী গাইবান্ধা জেলা ওয়েব পোর্টাল।

এই ওয়েব পোর্টালটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে যেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে তেমনি তাদের সেবা প্রাপ্তি হবে সহজতর ও স্বল্প ব্যয় সাপেক্ষ। এই পোর্টালের মাধ্যমে-জেলা ভূমি রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙখলা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার ব্যবস্থা, বিভিন্ন লাইসেন্স ইস্যু ও নবায়ন, মোবাইল কোর্ট পরিচালনাসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিপুল সংখ্যক সুবিধা ভোগীদেরকে দ্রুততম সময়ে সেবা প্রদানে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

নাগরিক সেবা ও জেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত তথ্যের পাশাপাশি এই ওয়েব পোর্টালটিতে বিস্তৃত পরিসরে তুলে ধরা হয়েছে গাইবান্ধার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি , প্রাচুর্য আর সম্ভাবনা। গাইবান্ধার রসমঞ্জুরী, ভূট্টা ও মরিচকে আমরা বিশ্বব্যাপী পরিচিত করতে চাই। আমরা ‘‘স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ, চরাঞ্চলের ভূট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ’’ এই স্লোগানে মুখরিত করতে চাই। শিক্ষক-ছাত্র, গবেষক-পর্যটক বা যেকোন অনুসন্ধিৎসু ব্যক্তি গাইবান্ধা সম্পর্কে তাদের অনেক প্রশ্নের জবাব খুঁজে পাবেন এই ওয়েব পোর্টাল থেকে।   

এই পোর্টাল নির্মাণ করতে শ্রম দিয়ে এবং সমৃদ্ধ করতে তথ্য দিয়ে যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সে সাথে এ পোর্টালকে আরো বর্ণাঢ্য সমৃদ্ধ এবং তথ্যবহুল করার জন্য আপনাদের মতামত ও পরামর্শ কামনা করছি।

 

কাজী নাহিদ রসুল
জেলা প্রশাসক,গাইবান্ধা